Posts

Showing posts from March, 2022

Tablig

  তাবলীগের মাগরিব বাদ বয়ান করার নিয়ম ভাই ও দোস্ত বোজর্গ আল্লাহ পাকের এহছান ফজল ও করম, আমরা বিভিন্ন গোত্রের লোক একত্রিত হয়ে মাগরিবের ফরজ নামাজ আদায় করেছি এবং তার পর দ্বীনের এক ফিকির নিয়ে বসতে পেরেছি, তার জন্য আমরা আল্লাহর শোকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালা কোরআন পাকে এরশাদ করেন (লায়িন শাকার তুম লা-আজিদান্নাকুম, ওয়ালায়িন কাফার তুম ইনøা আজাবি লা-শাদীদ)। আমার নেয়ামত পেয়ে যে নেয়ামতের শোকর গুজারী করে আমি তার নেয়ামত বাড়িয়ে দেই এবং যে নেয়ামতের অস্বীকার কওে আমি তার নেয়ামত ছিনিয়ে নেই ও আজাবে গ্রেপ্তার করি। সমগ্র মানব জাতির সুখ শান্তি সফলতা কামিয়াবী আল্লাহ তা’আলা একমাত্র দ্বীনের মধ্যে রেখেছেন। দ্বীন জিন্দেগীতে তখনই প্রতিষ্ঠিত হবে যখন তার জন্য মেহনত করা হবে। সুতরাং যে কেহ খাছ নিয়তে নিজের জান মাল, সময় নিয়েক আল্লাহর রাস্তায় বের হয়ে ছহী তরিকায় মেহনত করবে ইনশাআল্লাহ অতি সহজেই তার মধ্যে পূরা দ্বীনের উপর চলার যোগ্যতা পয়দা হবে। দ্বীন আল্লাহর নিকট বড়ই মাহবুব। দ্বীন দুনিয়ার বুকে দাওয়াতের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। দাওয়াত হচ্ছে ঈমানের মেহনত। হযরত ইছা (আঃ)-এর পরে ছয়শত বৎসরের উর্দ্ধে দাওয়াতে