সাফল্যের সাত সোপান

http://futurestartup.com/category/face-to-face/?utm_source=site&utm_medium=top-nav&utm_campaign=insite
১. নিজের কাজকে ভালোবাসো
আমি মনে করি, কেউ যখন অনেক দিন ধরে কোনো কাজ করে, সেই কাজই তার পরিচয় হয়ে ওঠে।কাজ ভালোবাসাই আমাকে এত দূর নিয়ে এসেছে। 
২. নিজের ওপর ভরসা রাখা
নিজের অনুভূতির ওপর বিশ্বাস রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ, এটাই একজন ভালো সঙ্গে একজন খারাপ পার্থক্য গড়ে দেয়। 
৩. স্বপ্নকে ধাওয়া করা
৪. সফল নয়, চাই সেরা হওয়ার লড়াই
‘জীবনে কখনো শর্টকাট খুঁজো না। এটা তোমাকে ক্ষণিক সাফল্য দেবে, কিন্তু তোমাকে সেরা বানাবে না। সেরা হওয়ার পথ সব সময়ই বন্ধুর ও কঠিন। কিন্তু তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখো এবং ধৈর্য ধরো, কেউ তোমার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না।’ 
৫. গতকালের কথা ভুলে যাও
৬. একটি লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া
আমি আমার পরবর্তী কাজটিকেই সব সময় চিন্তায় রাখি। 
৭. হাল না ছাড়া
‘হাল ছেড়ে দিয়ো না। প্রতিটি অন্ধকার টানেলের শেষেই আলো থাকে।’ 


স্বপ্ন নিয়ে, প্রথম আলোতে আমার সাক্ষাতকার - ১ জুন ২০১৪।
"শিক্ষার্থীদের জন্য আমার কয়েকটা পরামর্শ আছে৷
এক. সততার বিকল্প নেই৷ শর্টকাটে অসৎভাবে সাময়িক সাফল্য আসতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে সেটার ফল ভালো হয় না৷
দুই. পরিশ্রম করতে হবে, কোনো বিষয়ে দক্ষ হতে হলে সেটার জন্য সময় দিতে হবে, নিয়মিত অনুশীলন করতে হবে৷
তিন. জীবনে সম্ভাবনা আর সুযোগের দরজা কখনোই বন্ধ হয় না৷ আজ যদি কোনো পরীক্ষায় ফলটা তোমাদের খারাপও হয়, মনে রেখো, সেটাই শেষ কথা না৷ মন খারাপ না করে এগিয়ে যাও৷
চার. নিজের ওপরে বিশ্বাস রাখো, নিজের পছন্দের কাজটা বেছে নাও আর নিন্দুকের ‘তুমি পারবে না’—এ রকম কথায় কান না দিয়ে এগিয়ে যাও৷ স্বপ্ন দেখো, আর সেই স্বপ্নকে ছোঁয়ার দুঃসাহসটা রাখো বুকের মধ্যে সারাক্ষণ৷ ভালো ছাত্র হওয়ার ইঁদুরদৌড়ের বদলে ভালো মানুষ হওয়ার দিকে এগিয়ে যাও৷"



মনোযোগ দিয়ে কাজ করলে সফলতা আসবেই

http://www.amadershomoys.com/newsite/2014/09/16/106081.htm#.VBfDihaet6Z



6 Ways to Prove You're a Genuine Superstar at Work

https://www.linkedin.com/pulse/article/20140819124414-20017018-6-ways-to-prove-you-re-a-genuine-superstar-at-work


https://ibfcat1.dutchbanglabank.com/B001/ENULogin.jsp



Comments

Popular posts from this blog

Travel RESUME CV

Tablig